নীতিমালা ও শর্তাবলী

 আর্টমহল কি? 

আটমহল একটি ব্লগিং ওয়েবসাইট যেখানে বিভিন্ন বিষয়ের ব্লগ প্রকাশ করা হয়। 

১। www.artmohol.com এই ওয়েবসাইটে প্রকাশিত প্রত্যেকটি আর্টিকেলের স্বত্ব www.artmohol.com দ্বারা সংরক্ষিত। এই ওয়েবসাইটে প্রকাশিত যেকোনো ধরনের লেখা ও তথ্য কপি করা নিষিদ্ধ। 

২।এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা অধিকাংশ ক্ষেত্রে আমার। কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন সোর্স থেকে নেওয়া হয়। কোনক্রমে আপনাদের কারো লেখা বা তথ্যের সাথে  সামঞ্জস্যতা দেখা দিলে ওয়েবসাইট এডমিনকে জানানোর জন্য বলা হচ্ছে। 

৩। যদি কখনো কোন লেখা বা তথ্যের বিষয়ে অভিযোগ করা হয় তাহলে  অভিযোগকৃত লেখা সময় সাপেক্ষে এই ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হবে। 

৪। www.artmohol.com থেকে কোন লেখা বা তথ্য কেউ কপি করবেন না। যদি করেন সে ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

৫।আর্টিকেল লেখার ক্ষেত্রে, ইংরেজি বর্ণ দিয়ে বাংলা লেখা, বাংলা ইংরেজি মিশ্রিত করে লেখা যাবে না। প্রয়োজনে, সঠিক স্থানে, ইংরেজি শব্দ ব্যবহার করা যেতে পারে। 

৬। যদি কোন জায়গায় ইংরেজি থেকে অনুবাদ করতে যেয়ে বিষয়বিচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে, সে ক্ষেত্রে ইংরেজি শব্দ ব্যবহার করা ভালো। প্রয়োজনে ইংরেজি উচ্চারণ বাংলায় লেখা যেতে পারে। 

৭।যেকোনো ধরনের অননুমোদিত সফটওয়্যার,সফটওয়্যার সিরিয়াল নাম্বার,ক্র্যাক  ভার্সন ইত্যাদি বিষয়ে কোন ধরনের লেখা এই ওয়েবসাইটে প্রকাশ করা হয় না। 

৮।অনলাইনের যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, সেক্সুয়াল কনটেন্ট, হ্যাকিং ইত্যাদি বিষয়ের লেখা এই ওয়েবসাইটে প্রকাশ করা হয় না।

৯।অন্যের লেখা, অন্য ওয়েবসাইট থেকে নেওয়া লেখা কখনোই ব্যবহার করবেন না। কপিরাইট দন্ডনীয় অপরাধ। এর থেকে বিরত থাকুন। 

১০। টিউন বা মিউজিক  ব্যবহারের ক্ষেত্রে, নন এফিলিয়েট ফাইল হোস্টিং ব্যবহার করুন। 

১১।জনস্বার্থবিঘ্নিত ব্যবসায়িক উদ্দেশ্যে বিজ্ঞাপনমূলক লেখা প্রকাশ করা যাবে না। মানসম্মত ও সঠিক পণ্য বিপণনের উদ্দেশ্যে লেখা প্রকাশ করা যেতে পারে,সেক্ষেত্রে সম্পূর্ণ বিবরণ দিতে হবে। 

১২। নীতি নৈতিকতা বহির্ভূত কর্মকাণ্ড, অশ্লীল শব্দ, কপিরাইটমূলক তথ্য, ছবি বা সামাজিক প্রেক্ষাপটে সাংঘর্ষিক হতে পারে এমন লেখা থেকে বিরত থাকুন। ধর্ম সংক্রান্ত যে কোন বিষয়, ধর্মীয় গ্রন্থের বাণী ইত্যাদি বিষয় নিয়ে কোন ধরনের বিরুপ প্রতিক্রিয়ামূলক লেখা থেকে বিরত থাকুন। এজাতীয় কর্মকাণ্ড "আর্টমহল" কখনোই সাপোর্ট করে না।


এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর্টমহলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url