ছেলেদের মুখের তৈলাক্ততা দূর করার ফেসওয়াশ

 ছেলেদের মুখের তৈলাক্ততা দূর করার ফেসওয়াশ বাজারে বিভিন্ন কোম্পানির  রয়েছে। সাধারণত মেয়েরা রূপচর্চার বিষয়ে বেশি আগ্রহী হলেও ছেলেদেরও ত্বকের পরিচর্যা করতে হয়।

ছেলেদের মুখের তৈলাক্ততা দূর করার ফেসওয়াশ

এই আর্টিকেলে ছেলেদের  মুখের তৈলাক্ততা দূর করার জন্য সেরা ৩টি ফেসওয়াশ, কোনটি আপনার জন্য রাইট চয়েজ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আমি আশা করব, সম্পূর্ণ কনটেন্টটি আপনারা ভালোভাবে পড়লে, বিস্তর তথ্য পাবেন। তবে, চলুন শুরু করা যাক। 

পেজ সূচিপত্রঃ ছেলেদের মুখের তৈলাক্ততা দূর করার ফেসওয়াশ 

ছেলেদের মুখের তৈলাক্ততা দূর করার ফেসওয়াশ 

 ছেলেদের মুখের তৈলাক্ততা দূর করার ফেসওয়াশ বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির পাওয়া গেলেও কোনটি তৈলাক্ত ত্বকের জন্য বেটার হবে তা আমরা অনেকেই বুঝতে পারি না। ছেলেদের মুখের তৈলাক্ততা দূর করতে প্রয়োজন সঠিক মানের ও মানানসই ফেসওয়াশ। চলুন জেনে আসি, মুখের তৈলাক্ততা দূর করার তিনটি ফেসওয়াস সম্পর্কে।

গার্নিয়ার ম্যান পাওয়ার হোয়াইট ডাবল অ্যাকশন ফেসওয়াশঃ মুখের তৈলাক্ততা দূর করার ফেসওয়াশ  গুলির মধ্যে এই ফেসওয়াশটি অন্যতম। গার্নিয়ার ব্রান্ড ইতোমধ্যে বেশ জনপ্রিয় এবং এর প্রাইজও সাধ্যের মধ্যে। এই ফেসওয়াশে রয়েছে স্যালিসাইলিক এসিড এবং ভিটামিন সি। যা মুখের তৈলাক্ত তা দূর করতে বেশ বেনিফিশিয়াল হয়। আরো কিছু উপকারিতা নিম্নে তুলে ধরছি। 

  • ত্বকের মরা চামড়া পরিষ্কার করে ত্বকের অনুজ্জ্বল ভাব দূর করে।
  • ত্বকের উপরিভাগে জমে থাকা ব্ল্যাক হেড ও বিভিন্ন ধরনের ছত্রাক-জীবাণু পরিষ্কার করে ফ্রেশ অনুভূতি দেয়।
  • ত্বকের অতিরিক্ত তেল কন্ট্রোল করে স্যালিসাইলিক এসিড এবং রুক্ষতা প্রতিরোধ করে। 
  • এই ফেসওয়াশে ভিটামিন সি থাকায় স্কিনের টোন হালকা করে এবং উজ্জ্বল দেখায়। 
  • স্কিনের যেকোনো ধরনের সমস্যা দ্রুত সমাধান করতে সহায়ক হয়।

নিউট্রোজিনা ম্যান স্কিন ক্লিয়ারিং একনে ওয়াশঃ ছেলেদের ত্বকের তৈলাক্ততার কারণে দেখা দেয় ব্রণ, রেশ, ফুসকুড়ি ইত্যাদি। যা এই ফেসওয়াশে একনে থাকার কারণে এই সমস্যা গুলি থেকে মুক্তি দেয়। বেশিরভাগ ছেলেরাই মুখের ব্রণ, রেশ সমস্যায় ভুগে থাকে, যার কারণে এই ফেসওয়াশটি হতে পারে এজাতীয় সমস্যার সুন্দর সমাধান। আরো কিছু উপকারিতা চলুন জেনে আসি। 

  • স্যালিসাইলিক এসিড থাকার কারণে ব্রণ চিকিৎসার জন্য খুবই ভালো। রোমকূপ থেকে ময়লা পরিষ্কার করে। ডেডসেল ধ্বংস করে ত্বককে প্রাণবন্ত করে তোলে।
  • ব্রণ হওয়ার আরেকটি কারণ অতিরিক্ত তেল। এই ফেসওয়াশ টি অতিরিক্ত তেল কন্ট্রোল করে স্যালিসাইলিক এসিডের মাধ্যমে। 
  • ফেসওয়াশ ব্যবহারের পর স্কিন শুষ্ক হয় না, ফ্রেশ দেখায়। 
  • সেভ করার আগে এই ফেসওয়াশ টি ব্যবহার করলে ত্বকের হেয়ার নরম হয় ও সেভ করতে ভালো হয়। 

লরিয়াল ম্যান এক্সপার্ট হাইড্রা এনার্জেটিক ওয়েক আপ ইফেক্ট ফেসওয়াশঃ ছেলেদের মুখের তৈলাক্ত ত্বককে প্রয়োজনীয় শুষ্ক করে তাৎক্ষণিক এনার্জেটিক দেখাতে এই ফেসওয়াশটি খুবই কার্যকর। সারা দিনের ক্লান্তি দূর করে, স্কিনে সতেজতা বজায় রাখে। অন্যান্য ত্বকের সমস্যাগুলোকে সুন্দরভাবে সমাধান করে দেয় উজ্জ্বল কোমল ত্বক। যা প্রত্যেকটি তৈলাক্ত মুখের মানুষের একান্ত মনের চাওয়া। আরো কিছু উপকারিতা চলুন জেনে আসি। 

  • যারা জেল ফর্মুলার ফেসওয়াস পছন্দ করেন তাদের জন্য এটি বেস্ট। 
  • এই ফেসওয়াশে গোয়ারানা নামক উপাদানটি রয়েছে। এন্টিঅক্সিডেন্ট এর প্রাচুর্য থাকায় স্কিনের ডালনেস কমিয়ে আনে এবং এন্টিএজিংয়ে সুফল দেয়। 
  • ভিটামিন সি এর উপস্থিতি থাকায় স্কিনকে উজ্জ্বল করে এবং ক্লান্ত দেখানো ফেসকে শক্তিশালী ও ফ্রেশ লুক দেয়। 

ছেলেদের ত্বকের প্রকার 

ছেলেদের ত্বকের প্রকার সম্বন্ধে জানলে এই আর্টিকেলটি পড়তে সুবিধা হবে। সাধারণত ৪ ধরনের ত্বক ছেলেদের হয়ে থাকে যেমনঃ তৈলাক্ত ত্বক, রুক্ষ ত্বক, মিশ্র ত্বক ও সংবেদনশীল ত্বক। ছেলেদের মুখে তৈলাক্ত ত্বক সবচেয়ে বেশি দেখা যায়। তৈলাক্ত ত্বকে সব সময় তেল তেলে ভাব থাকে। 

বাহিরের ধুলা-ময়লা, রোদ-ঘাম ইত্যাদি ছেলেদের তৈলাক্ত ত্বকে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং ত্বকে দৃশ্যগতভাবে মলিনতা দেখা দেয়। রুক্ষ ত্বকে সাধারণত খসখসে ভাব দেখা যায়। মিশ্র ত্বকে তৈলাক্ততা ও খসখসে ভাব সহ অন্যান্য বেশ কিছু বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। 

আর সংবেদনশীল ত্বকে দেহের স্বাভাবিক কার্যক্রম ব্যতীত একটু এলোমেলো কিছু হলেই বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় তার মধ্যে ফুসকুড়ি ওঠা, ব্রণ ওঠা সহ বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা দেখা দেয়। ত্বকের যত্ন ভালো ভাবে করলে তা আমাদের সুন্দর ত্বক পেতে হেল্পফুল হয়। 

ছেলেদের মুখের তৈলাক্ত ত্বকের যত্ন 

ছেলেদের মুখের তৈলাক্ত ত্বকের যত্ন নিতে ছেলেদের মুখের তৈলাক্ততা দূর করার ফেসওয়াশ ব্যাবহারের সাথে সাথে আমাদেরকে ত্বকের যত্নে যত্নবান হতে হবে। সাধারণত ছেলেরা বাইরে অফিসে, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এবং বিভিন্ন কাজে অবস্থান করে থাকে। রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে প্রচুর ধুলা ময়লা ইত্যাদির সাথে সব সময় সংযোগ ঘটে। যার কারণে ত্বক হয়ে পড়ে রুক্ষ ও মলিন। 

আমরা জানি, ছেলেদের ত্বক মেয়েদের মত নয়। বাজারে যে সমস্ত স্কিন কেয়ার প্রসাধনী পাওয়া যায়, তার বেশিরভাগই মেয়েদের জন্য তৈরি। মুখের তৈলাক্ততা দূর করতে ছেলেদের নিতে হবে আলাদা ফেসওয়াশ। নিয়মিত দিনে দুইবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে মুখের তৈলাক্ততা দূর হয়ে ছেলেদের ত্বককে কোমল ও মসৃণ করে তোলে। 

বাজারে বিভিন্ন ধরনের ফেসওয়াশ পাওয়া গেলেও তৈলাক্ত মুখের ত্বকের ক্ষেত্রে নিতে হবে কার্যকরী ফেসওয়াশ। ছেলেদের মুখের তৈলাক্ততা দূর করতে আমরা বিভিন্ন ধরনের যত্ন নিয়ে থাকি। তার মধ্যে পড়ে গরম পানি দিয়ে মুখ ধোয়া,যা হতে পারে আপনার ত্বক ড্যামেজের অন্যতম কারণ। সব সময় ঠান্ডা পানি দিয়ে মুখ ধুতে হবে।

আরও পড়ুনঃ গরুর মাংস খাওয়ার উপকারিতা ও অপকারিতা

অন্যান্য ত্বকের তুলনায় তৈলাক্ত ত্বকের কিছু সুবিধা 

অন্যান্য ত্বকের তুলনায় তৈলাক্ত ত্বকের কিছু সুবিধা রয়েছে। আমাদের ত্বকের জন্য নির্দিষ্ট পরিমাণ তেল খুবই প্রয়োজনীয় যা আমাদের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে এবং আমাদের ত্বককে শুষ্ক হতে বাধাগ্রস্থ করে। তৈলাক্ত ত্বকের একটি ভালো দিক হলো তা মুখের বিভিন্ন রেখা এবং বিবর্ণতা প্রতিরোধ করতে সহায়ক হয়। আরো কিছু সুবিধা চলুন জেনে আসি। 

প্রাকৃতিক আর্দ্রতাঃ ছেলেদের মুখের তৈলাক্ত ত্বকের সবচেয়ে সুবিধাজনক বিষয় হল, এই ত্বকটি প্রাকৃতিকভাবে আর্দ্র হয়ে থাকে। ত্বকের একটি গুরুত্বপূর্ণ কার্যকরী সিস্টেম সিবাম, এটি ত্বককে আর্দ্র করে শুষ্কতা থেকে রক্ষা করে। ছেলেদের মুখের তৈলাক্ততা, ত্বকের  শুষ্ক হওয়ার প্রক্রিয়াকে বাধা সৃষ্টি করে ত্বককে নিরাপদ রাখে।

বার্ধক্যে ধীরগতিঃ ছেলেদের মুখের তৈলাক্ততা হতে পারে তাদের বার্ধক্যের ধীরগতি। কারণ তৈলাক্ত ত্বক অন্যান্য ত্বকের তুলনায় মোটা হয়ে থাকে। যার কারনে বিভিন্ন ধরনের বয়সকালীন রেখা সহজে ফুটে ওঠেনা এবং যৌবন কালে অন্যান্য ত্বকের তুলনায় প্রচুর পরিমাণে সিবাম উৎপাদন হয়ে থাকে। যা দীর্ঘ বয়স পর্যন্ত তারুণ্য ধরে রাখে ও চামড়া ঝুলে যাওয়া প্রতিরোধ করে। 

তৈলাক্ত ত্বকের পুনর্জন্ম গতিশীলঃ ছেলেদের মুখের তৈলাক্ত ত্বক অন্যান্য ত্বকের তুলনায়, আনুমানিক মাসে একবার প্রাকৃতিকভাবে পুনরুজ্জীবিত হয়। অন্যান্য ত্বকের যত্নে যে সমস্ত পণ্যগুলি ব্যবহার করা হয় এবং প্রয়োগ করা হয় তা তুলনামূলক যত্ন সহকারে করা হলেও ছেলেদের তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়া খুবই সহজ। যেকোনো ধরনের ফেসওয়াশ খুব সহজেই মানানসই হয়ে যায়। 

মেকআপে সুবিধা পাওয়া যায়ঃ ছেলেদের তৈলাক্ত মুখে মেকআপ নেওয়াটা খুবই ভালো ভাবে হয়। অন্যান্য ত্বকে বিভিন্ন মেকআপ দ্রব্য ব্যবহারের পর হাইলাইট করার জন্য প্রচুর চেষ্টা ও কষ্ট করতে হয়, যা তৈলাক্ত ত্বকে খুব স্বাভাবিকভাবেই হয়ে যায়। এ কারণে অন্যান্য ত্বকের তুলনায় তৈলাক্ত ত্বক কম ঝামেলা ও  সুন্দর ফলাফল দেয়ার জন্য চমৎকার হিসেবে বিবেচিত। 

আরও পড়ুনঃ মিল্কশেক এর উপকারিতা ও অপকারিতা

ছেলেদের মুখের তৈলাক্ত ত্বকের কিছু অসুবিধা 

ছেলেদের মুখের তৈলাক্ত ত্বকের কিছু অসুবিধা রয়েছে। ছেলেদের মুখের তৈলাক্ততা দূর করার ফেসওয়াশ সম্পর্কে জানার আগে তৈলাক্ত ত্বকের কিছু সুবিধা আমরা জেনেছি। একটি ত্বকের শুধুমাত্র সুবিধা জনক বিষয় থাকে না, থাকে কিছু অসুবিধা ও। ছেলেদের তৈলাক্ত ত্বকে ময়লা দ্রুত আটকে যায়, যার কারনে তৈলাক্ত ত্বকের বেশিরভাগ মানুষ বিভিন্ন সমস্যায় পড়ে যান। 

ছেলেদের মুখের তৈলাক্ত ত্বকের কিছু অসুবিধা

তেল চিটচিটে ভাবঃ ছেলেদের তৈলাক্ত মুখের ত্বকে একটু সূর্যের আলো লাগলেই তেল চিটচিটে ভাব দেখা দেয়। যার ফলে ত্বকের রোমকূপ গুলো দ্রুত ভরে যায় ও  স্কিনের শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়, যার কারণে হতে পারে বিভিন্ন ধরনের স্কিন সমস্যা। ছেলেদের তৈলাক্ত ত্বকে তেল নিঃসরণ বেশি হওয়ায় এক ধরনের অস্বস্তি সব সময় কাজ করে। 

প্রচুর ব্রণ ওঠাঃ ব্রণ একটা মানুষের মুখের সৌন্দর্যকে অনেকাংশে কমিয়ে দেয় এবং মানুষের সামনে যেতে স্বাচ্ছন্দ্যবোধ হয় না। ছেলেদের তৈলাক্ত ত্বকে ব্রণের সমস্যা প্রচুর। কারণ তেল নিঃসরণের হার বেশি হওয়ায় রোম কুক গুলো বন্ধ হয়ে যায় এবং আমরা কাজকর্মে, অফিসে অর্থাৎ বাহিরে বেশি থাকার কারণে সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যা করতে পারি না। যার ফলে এই সমস্যা দেখা দেয়।

মেকআপে সমস্যাঃ আমরা মনে করি মেকআপ শুধুমাত্র মেয়েরা ব্যবহার করে, কিন্তু তা নয়। ছেলেদেরকেও প্রচুর মেকআপ ব্যবহার করতে হয় বিভিন্ন কারণে। তৈলাক্ত ত্বকে ছেলেদের ভারী মেকাপ নিলে সমস্যা বেড়ে যায় অনেক গুন। অন্যান্য ত্বক যত ভালোভাবে মেকআপ এবজর্ব করতে পারে তৈলাক্ত ত্বক তা পারেনা এবং বিভিন্ন সমস্যা সৃষ্টি করে।

ছেলেদের মুখের তৈলাক্ততা দূর করার আরো কিছু ফেসওয়াশ 

ছেলেদের মুখের তৈলাক্ততা দূর করার আরো কিছু ফেসওয়াশ বাজারে যত ধরনের পাওয়া যায় তার মধ্যে বেশির ভাগই সব ধরনের ত্বককে চিন্তা করে তৈরি। যেকোনো ত্বকে ব্যবহারের জন্য প্রচার করলেও ত্বক অনুযায়ী আমাদেরকে বেছে নিতে হবে। ভালো কোম্পানির ফেসওয়াশে আমরা কার্যকরী উপকারিতা পেতে পারি। নিম্নে আরো কিছু ফেসওয়াশ সম্পর্কে আলোচনা করা হলো। 

মুচস্ট্যাক ফেসওয়াশঃ এটি এমন এক ধরনের ফেসওয়াশ যা মূলত সব ধরনের ছেলেদের ত্বকের জন্য উপযোগী এবং তৈলাক্ত ত্বকের জন্য বেশি কার্যকরী। ছেলেদের মুখের তৈলাক্ততা দূর করতে এই ফেসওয়াশ টি নির্দ্বিধায় ব্যবহার করা যেতে পারে এবং ব্যবহারের পর ১২ ঘন্টা পর্যন্ত এর কার্যকারিতা দেখতে পাওয়া যায়।

পন্ডস ম্যান পলিউশন আউট ফেসওয়াশঃ যাদের মুখের ত্বক ২৪ ঘন্টা তৈলাক্ত থাকে, তাদের জন্য এই ফেসওয়াশ টি খুবই কার্যকর। বাহিরে ধুলা-ময়লা ও রোদে অনেকক্ষণ থাকার কারণে ত্বকে যে রাফনেস দেখা যায়, তা থেকে মুক্তি দিতে পারে এই ফেসওয়াশ। যা ছেলেদের মুখের তৈলাক্ততা দূর করার অন্যতম উপায় হিসেবে কার্যকর। 

ভেসলিন মেন ফেসওয়াশঃ ছেলেদের মুখের তৈলাক্ত ত্বকের কারণে ব্রণ হয়। যাদের ব্রণের সমস্যা অনেক, তারা এই ফেসওয়াশ টি ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাবেন। ত্বকের ডেডসেল গুলো পরিষ্কার করে, ত্বকের নিউট্র‍িশন বজায় রাখে ও ত্বককে  সতেজ রাখে। যদিও এখন বিভিন্ন ধরনের ফেস ওয়াশ বাজারে রয়েছে, তবে ব্রণের জন্য এটা বেস্ট।    

আরও পড়ুনঃ ব্রয়লার মুরগির ডিমের ক্ষতিকর দিক

ছেলেদের ত্বকের যত্নে কোন ধরনের ফেসওয়াশ কেনা উচিত 

ছেলেদের ত্বকের যত্নে কোন ধরনের ফেসওয়াশ কেনা উচিত চলুন জেনে আসি। তৈলাক্ত মুখের ত্বকের যত্নে যে সমস্ত ফেসওয়াশ বাজারে রয়েছে, তার মধ্যে ক্ষতিকর উপাদানের প্রভাব কম, এমন ফেসওয়াশ ব্যবহার করা উচিত। ফেসওয়াশ কেনার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে উপাদান সমূহের লিস্ট।

ছেলেদের মুখের ত্বকের যত্নে যে সমস্ত ফেসওয়াশ রয়েছে তার মধ্যে যে কেমিক্যাল গুলোর ব্যবহার হয় তা খুবই পরিমিত। যার কারণে ত্বকের খুব একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। আর এই কেমিক্যাল গুলোর প্রাকৃতিক উপাদান যেগুলো আছে তা পাওয়া যথেষ্ট কষ্টসাধ্য এবং সময় ও বাজেট সাপেক্ষ। যার কারনে ভালো ব্র্যান্ড দেখে কিনলে ক্ষতির হার কমানো যেতে পারে।

তারপরও যদি কেউ কেমিক্যাল ফ্রী ফেসওয়াশ ব্যবহার করতে চান সেক্ষেত্রে ভালো মানের বিভিন্ন হারবাল কোম্পানির ফেসওয়াশ নিতে পারেন। নিম টি এন্ড ট্র‍ি ফেস ওয়াশ কেমিক্যাল মুক্ত হিসেবে বাজারে পরিচিত। তা সত্ত্বেও আপনাদের যদি হাতে সময় থাকে, সেক্ষেত্রে বাসায় বানিয়ে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ক্ষতিহীন ভাবে ত্বক চর্চা করতে পারবেন। 

ছেলেদের তৈলাক্ত মুখের ত্বকের যত্নে করণীয় 

ছেলেদের তৈলাক্ত মুখের ত্বকের যত্নে করণীয় বেশ কিছু উপায় অবলম্বন করলে ফল পাওয়া যায়। ছেলেরা সাধারণত ত্বকের যত্নে উদাসীন হয়ে থাকে এবং মনে করে ত্বকের যত্ন নেওয়া মেয়েদের কাজ। যার ফলে তাদেরকে দেখতে এলোমেলো, উসকোখুশকো ও মলিন দেখায়। আমরা যদি আমাদের ত্বকের যত্নে যত্নবান হই, সেক্ষেত্রে পেতে পারি উজ্জ্বল প্রাণবন্ত ও সতেজ ত্বক। 

ছেলেদের তৈলাক্ত মুখের ত্বকের যত্নে করণীয়

ছেলেদের মুখের ত্বকের জন্য কার্যকরী তিনটি ফেসওয়াশ সম্পর্কে আমরা ইতোমধ্যে আলোচনা করেছি। শুধুমাত্র ফেস ওয়াশ দিয়ে মুখ ধূলেই ত্বকের যত্ন হয়ে যায় না। আমাদেরকে মানতে হবে আরো কিছু নিয়ম এবং পরিত্যাগ করতে হবে বদ অভ্যাস গুলো, যার মধ্যে রয়েছে নিয়মিত ঘুমানো, প্রচুর পানি পান করা, নিয়মমাফিক খাদ্য গ্রহণ করা  এবং ধূমপান এড়িয়ে চলা। 

আমরা মনে করি, ছেলেদের ত্বকের যত্নে গরম পানি দিয়ে মুখ ধোয়া ভালো হতে পারে কিন্তু মনে রাখবেন, কখনোই গরম পানি দিয়ে মুখ ধোয়া ত্বকের জন্য ভালো নয়। সব সময়ের জন্য ঠান্ডা পানি ব্যবহার করুন। নিয়মিত দুই থেকে তিনবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। যেকোনো ত্বকের সমস্যায় ডাক্তারের পরামর্শ নিন। ছেলেদের মুখের ত্বকে ব্রণ হলে তা কখনোই টিপাটিপি করে ত্বক নষ্ট করবেন না। 

মুখের তৈলাক্ততা দূর করতে কিছু সতর্কতা 

মুখের তৈলাক্ততা দূর করতে কিছু সতর্কতা আমাদের মেনে চলতে হবে তা হল, মুখের তৈলাক্ততা দূর করার ফেসওয়াশ যদি বেশি পরিমাণে ব্যবহার করে ফেলি, সেক্ষেত্রে হীতে বিপরীত হতে পারে। সেনসিটিভ ত্বকের জন্য ভালো মানের ফেসওয়াশ ব্যবহার করতে হবে। ছেলেদের ত্বকের যত্নে আমরা আরো ব্যবহার করতে পারি, ফেস ক্রিম, ফেসমাস্ক ইত্যাদি।

মুখের তৈলাক্ততা দূর করতে ছেলেদেরকে ধৈর্যশীল হতে হবে। দ্রুত ফল লাভের আশায় ত্বকের যত্নে যে সমস্ত প্রসাধনী রয়েছে, তার যথেচ্ছা ব্যবহার করা যাবে না। একটি সুন্দর মসৃণ ত্বক পেতে সচেতন হয়ে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন ব্যবহার করা যেতে পারে। সকল ক্ষেত্রে অননুমোদিত ও নন ব্রান্ড এড়িয়ে চলুন। 

মুখের তৈলাক্ততা দূর করার ফেসওয়াশ ব্যবহারের সাথে গ্রহণ করতে হবে সুষম খাবার, ফল, সবজি ইত্যাদি। অতিরিক্ত ধূমপান, মদ্যপান, টেনশন ইত্যাদি থেকে দূরে থাকতে কার্যকরী পদক্ষেপ নিন।  যা আপনার শরীর ও মনকে সব সময় ভালো রাখবে এবং শারীরিক যেকোনো ধরনের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিবে। 

লেখকের শেষ কথাঃ ছেলেদের মুখের তৈলাক্ততা দূর করার ফেসওয়াশ

ছেলেদের মুখের তৈলাক্ততা দূর করার ফেসওয়াশ সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম। আশা করছি বিষয়গুলো যদি সঠিকভাবে মেনে, আমরা আমাদের ত্বকের যত্ন করতে পারি, ভালো ফলাফল পাব। 

আমাদের এই ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লেখা হয়। উপরোক্ত বিষয় সম্পর্কে আমি আশা করছি আপনারা  ভাল তথ্য পেয়েছেন। সেক্ষেত্রে, ওয়েবসাইট টি ফলো করে রাখুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ছেলেদের ত্বকের প্রকার 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর্টমহলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url